
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর পুলিশ সুপার অফিসে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
২০ ডিসেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতির বিষয়টি জানানো হয়।
তানভীর হায়দার শাওন ২০১২ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে গোপালগঞ্জে যোগদান করেন।
২০১৪ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলা পুলিশে যোগদান করেন এবং জেলায় কর্মরত অবস্থায় যথা সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে পদন্নতি লাভ করেন।
এরপরে ২০ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি এর পূর্বে ২০১৮ সালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনে ম্যানেজার (মেরিন) পদে ৪ বছর কর্মরত ছিলেন।
ঝালকাঠির কৃতি সন্তান তানভীর হায়দার শাওনের বাবা জেলা আনসার এডজুটেন্ট ও মা স্কুল শিক্ষিকা। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
আদর্শবান বাবা মায়ের সুযোগ্য সন্তান তানভীর হায়দার শাওন ১৯৯৭ সালে ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে ঝালকাঠি সরকারী কলেজ থেকে আইএসসি পাশ করেন।
এরপর বাংলাদেশ মেরিন ফিসারিজ একাডেমী চট্টগ্রাম থেকে বিএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম থেকে ইংরেজি ভাষণ ও সাহিত্যে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন।
তার সহধর্মীনি আফসানা আক্তার চৌধুরি পেশায় একজন চিকিৎসক। তাদের শেহরীন হায়দার নিধি নামে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
আপনার মন্তব্য