স্টাফ রিপোর্টার
অত্যাধুনিক যুদ্ধবিমানের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রনিক যুদ্ধবিমান তৈরি করেছে চীন। এই বিমান যুদ্ধ চলাকালীন তুলনামূলক বেশি এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানিয়েছে চীনের বিখ্যাত সংবাদমাধ্যম সিনহুয়া।
চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)-র নৌবহরের সঙ্গে এইচ-৬জি নামের ইলেক্ট্রনিক যুদ্ধবিমানটি সংযুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর রণকৌশলে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, নতুন এই ইলেক্ট্রনিক যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারবে, যা হবে ইতিহাসে প্রথম। ইলেক্ট্রনিক জ্যামিং, সাপ্রেশন ও অ্যান্টি-রেডিয়েশন ব্যবহার করে যুদ্ধের অভিযানে এ ধরনের বিমান মোতায়েন করা যাবে।
দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ দীর্ঘদিনের। কিন্তু চীনের দাবি, এই দুই সাগর তাদের সার্বভৌম অঞ্চলের অন্তর্গত। এই দাবির পরিপ্রেক্ষিতে সাগরের বিভিন্ন দ্বীপ ও রিফে সামরিকায়ন ঘটিয়েছে বেইজিং। এই যুদ্ধবিমানটি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে চীন সরকার।
আপনার মন্তব্য