
স্টাফ রিপোর্টার
শান্তি, শৃংখলা, সম্প্রীতি এবং উন্নত পালং জাজিরা গড়ার প্রত্যয়ে শরীয়তপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জননেতা ইকবাল হোসেন অপু’র সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমীর সকল সাংস্কৃতিক কর্মীরদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং শরীয়তপুর-১ আসনের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর হোসেন মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং শরীয়তপুর-১ আসনের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু বলেন, “আমি এমপি সাহেব হতে চাই না। আমি অপু আছি। আমি আপনাদের অপু ভাই হয়েই থাকতে চাই। আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলেও আমি যা আছি থাই থাকবো। আপনারা দেইখেন আমি পরিবর্তন হবো না। আজ যেমন আপনাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছি, আগামীতেও ডাকলে আমি এই ভাবেই চলে আসবো”।
তিনি আরও বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, এবার সরকার গঠন করলে জেলা শিল্পকলা একাডেমীকে এই অবস্থায় রাখবো না। নতুন ভবন হবে। আপনারা প্রাণ খোলা সংগীত চর্চা করতে পারবেন।
মতবিনিময় সভায় জেলা শিল্পকলা একাডেমীর সকল শিক্ষক ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য