
জান্নাতুল শাহানাজ রতনা,
চলমান করোনা মহামারিতে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া মানুষের সাহায্যার্থে মেহ্জাবিন ইসলাম মৌমি তার ঈদ উপলক্ষে কেনাকাটার সমস্ত টাকা শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র উদ্যোগে গঠিত ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
১৩ মে রাত দশটায় শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গীতে অবস্থিত ইকবাল হোসেন অপু এমপি’র ব্যাক্তিগত কার্যালয়ে গিয়ে সে এই টাকা প্রদান করেন।
জানা যায়, মেহ্জাবিন ইসলাম মৌমি শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুল ইসলাম মনির এবং শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আসমা আক্তারের একমাত্র কন্যা।
তিনি আসন্ন ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য তার পিতা-মাতার কাছ থেকে প্রাপ্ত টাকা চলমান করোনা মহামারিতে অর্থনৈতিক ভাবে অসহায় হয়ে পড়া মানুষের সাহায্যার্থে শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র উদ্যোগে গঠিত ত্রাণ তহবিলে প্রদান করেছেন।
মৌমির এই মানবিকতার মানষিকতা প্রদর্শেনের জন্য ইকবাল হোসেন অপু এমপি তাকে মন থেকে দোয়া করেন।
ইকবাল হোসেন অপু এমপি বলেন, ”আমি মনে প্রাণে বিশ্বাস করি, এমন সোনার মানবিক সন্তানেরা সোনার বাংলাদেশ গড়ে তুলবে”।
এ সময় শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম. জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুল ইসলাম মনির এবং শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আসমা আক্তার উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য