
শরীয়তপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু’র প্রয়াত বাবা অ্যাডভোকেট আলহাজ্ব সুলতান হোসেন মিয়া এবং মাতা সৈয়দা আঞ্জুমান নাহারের কবর জিয়ারত করেছেন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন সরদার, পৌরসভা যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ খোকন বেপারীসহ যুবলীগের নেতাকর্মীরা।
২০ জুন বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের চন্দ্রপুরে তাঁর নিজ বাড়িতে তাদের কবর জিয়ারত করেন। পরে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করাসহ ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ এবং পৌরসভা যুবলীগের তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আলহাজ্ব সুলতান হোসেন মিয়া দীর্ঘদিন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আপনার মন্তব্য