
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর পৌরসভার নির্বাচন শেষ হতে না হতেই সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।
সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া প্রার্থনা করার পাশাপাশি হরেক রকমের পোষ্টার, ফেস্টুন লাগিয়ে দোয়া চাইছেন। কোন কোন সম্ভাব্য প্রার্থীরা ভোটারের বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন। দিচ্ছেন বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি।
এদিকে পাড়া মহল্লার হোটেল বা চায়ের দোকানে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনা। চলছে চুল চেরা হিসেব নিকাশ। প্রশ্ন একটাই, কে হচ্ছেন পরবর্তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
অপরদিকে রাজনৈতিক দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন লাভের আশায় লবিং শুরু করছেন।
এবার আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যার পদ প্রার্থী হিসেবে ডজন খানেক লোকের নাম শোনা যাচ্ছে। তারা হলেন-আবু সুফিয়ান ফকির, আসমা আক্তার, আনোয়ার হাওলাদার, আলী আজম বেপারী, আবুল বাসার ফকির, আবদুর রব হাওলাদার (সার), আক্তার মাঝি (বিএনপি), রব হাওলাদার (বিএনপি), জাহাঙ্গীর সরদার, আবদুল হক মুন্সি, আনোয়ার কামাল এবং এনামুল বেপারী।
এই এক ডজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে দুইজন বিএনপি’র প্রার্থী হলেও বাকী দশজনই আওয়ামীলীগের। এদের মধ্যে কেউ রয়েছেন সাবেক সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হকের গ্রুপের, আবার কেউ রয়েছেন বর্তমান সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু’র গ্রুপের। তারা সবাই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তারের সাথে আলাপ কালে তিনি বলেন, আমি বর্তমানে শরীয়তপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে রয়েছি। আমি জেলা পরিষদের সদস্য হওয়ায় আংগারিয়া ইউনিয়নের সাধারণ জনগনের সাথে মেশার সুযোগ হয়েছে। আমি বিগত দিনগুলোতে সুখে দুঃখে আংগারিয়া ইউনিয়নবাসীর পাশে ছিলাম। আমি এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করেছি। তাদের চাওয়া পাওয়া কি আমি তা বুঝতে পারি। তাই এবার তারা আমাকে আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। তাদের ভালবাসাকে মূল্যায়ণ করতেই আমি এবার নির্বাচনে অংশ গ্রহণ করছি।
আরেক সম্ভাব্য প্রার্থী আবু সুফিয়ান বলেন, আমি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলাম। আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। আংগারিয়া ইউনিয়নবাসী আমাকে অনেক ভালোবাসে। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো।
আংগারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হাওলাদার বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন এলাকার অনেক উন্নয়ন করেছি। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আংগারিয়া ইউনিয়নবাসীর কাছে আমি আরেক বার সুযোগ চাই।
আপনার মন্তব্য