সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় কামাল টেক্সটাইল নামে একটি শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
শুক্রবার রাত পোনে ১২ টার সময় আশুলিয়ার বাইপাইল এলাকার কামাল টেক্সটাইলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কামাল টেক্সটাইলের গুদামে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গুদামে তুলা ও পোশাক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন গুদামের পাশে মুল কারখানায় ছড়িয়ে পড়লেও তা দ্রুত সময়ে নির্বাপন করা হয়েছে। কারখানার নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী এলাকার ফায়ার সার্ভিসগুলোকে খবর দেয়া হয়েছে। আগুন লাগার কারন এখনো জানা যায়নি।
আশুলিয়ায় কামাল টেক্সটাইলে অগ্নিকান্ড
মার্চ ১৭, ২০১৮ , ২৩:১৯
আপনার মন্তব্য