সাভার প্রতিনিধি
সাধারণ মানুষকে জিম্মী করে ঘুষ আদায়ের অভিযোগে আশুলিয়া থানার দুই এএসআইকে ক্লোজড করেছে উধ্বর্তন কর্তৃপক্ষ। অভিযুক্তরা হলেন-এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী।
অভিযুক্ত দুই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
২৩ জানুয়ারী মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, গতরাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবী করেন অভিযুক্ত এএসআইরা। পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে সতত্যা প্রমান পেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে দুই এএসআইকে ক্লোজড করা হয়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।
আপনার মন্তব্য