সভোর প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ডায়াগনষ্টিক সেন্টারের একটি কক্ষ থেকে ল্যাব কর্মকর্তাসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য সেবনে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।
মঙ্গলবার সকাল দশটার দিকে আশুলিয়ার জিরানী এলাকার হাজী আনোয়ার মর্ডাণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন ও অপরজন পার্শ্ববর্তী এক কাঠের দোকানের কর্মচারী নাবিনুর। ফরহাদ হোসেন এই ডায়াগনষ্টিক সেন্টারের ল্যাব কর্মকর্তা ছিলেন।
নিহত ফরহাদের বাবা আলী হোসেন জানায়, ফরহাদ প্রতিদিনই রাতে খাওয়া-দাওয়া করে ডায়াগনষ্টিক সেন্টারে ঘুমাতে যায়। সকাল হলে বাসায় ফিরে আসে। কিন্তু আজ বাসায় ফিরতে দেরি হলে ফরহাদের ছোট ভাই তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় ডায়াগনষ্টিক সেন্টারের অন্যান্য কর্মকর্তারাও এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে মরদেহ দুটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ তার বন্ধু নাবিনুরকে নিয়ে ডায়াগনষ্টিক সেন্টারে ঘুমাতে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে বিষক্রীয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।
আশুলিয়ায় ডায়াগনষ্টিক সেন্টার থেকে দুজনের মরদেহ উদ্ধার
এপ্রিল ১৯, ২০১৮ , ০৭:০৮
আপনার মন্তব্য