সাভার প্রতিনিধি
রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি ওষুধের দোকানসহ তিনটি বেসরকারি ক্লিনিককে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুইটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।
১ সেপ্টেম্বর, শনিবার র্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সমন্বয়ে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ভ্রাম্যমাণ আদালতে আশুলিয়ার ডেন্ডাবর ও পলাশবাড়িতে গনি জেনারেল হাসপাতালকে চার লাখ ৫ হাজার টাকা, হাবিবব ক্লিনিকে ৫ লাখ ও মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ৫ লাখ টাকা ও অনন্যা ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে গনি জেনারেল হাসপাতাল ও মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়।
সারোয়ার আলম আরও জানান, লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা, মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রিসহ নানান অনিয়মের দায়ে তাদের জরিমানা করা হয়।
আপনার মন্তব্য