সাভার প্রতিনিধি
আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে থানা যুবলীগ কার্যালয়ে এ জন্ম বার্ষিকী উদযাপিত হয়। এসময় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে ছিলেন, থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভুইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমিন সরকার, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমির হোসেন জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল মোল্লা ও আশুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ইয়াকুব মাদবর।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আমিনুর সরকার, মোঃ জামাল হোসেন, মোঃ রবিউল আলম, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ আমজাদ পলান ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ানসহ থানা- ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেত্রীবৃন্দ।
আপনার মন্তব্য