সাভার প্রতিনিধি
আশুলিয়ায় প্রেমের জের ধরে বন্ধুর হাতেই বন্ধু নির্মম ভাবে খুন হয়েছে। খুনিরা নিজেদের বাঁচাতে নিখোঁজের নাটক সাজিয়েছে। নিখোঁজের ১৫ দিন পর জঙ্গল থেকে সাগর হোসেন নামে তরুণের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে গেস্খফতারকৃত আসামীদের একজনের তথ্যের ভিত্তিতে আশুলিয়ার আউক পাড়ার একটি জঙ্গল থেকে সাগর হোসেনর মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতে ঘটনায় জড়িত মেহেদী হাসান ও শাহা হাসানকে গ্রেফতার করে। তবে মুল আসামী সাগর মিয়া পালাতক রয়েছে। গত ২০ আগষ্ট সন্ধ্যার পর থেকে সাগর হোসেন তার এলাকা আউক পাড়া থেকে নিখোঁজ হয়।
নিহত সাগর হোসেন আশুলিয়া আউক পাড়ার মৃত জাকির হোসেনর ছেলে। তার স্থানীয় বাজারে একটি চায়ের দোকান ছিলো। গ্রেফতারকৃত মেহেদী হাসানের একই এলাকার শাজাহান মিয়ার ছেলে এবং শাহ হাসান একই এলাকার মোকসেদ হাসানের ছেলে। তারা উভয়েই মৃত সাগর হোসেনের বন্ধু ছিলো।
নিহতের মা খাদিজা বেগম ছেলে হত্যার বিচার চেয়ে জানান, নিহত সাগর হোসেনকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে তার বন্ধুসহ অন্যান্যরা। এমনকি নিখোঁজের রাত থেকে মুঠোফোনে অপহরণের কথা বলে বিকাশে টাকা দাবী করে তারা। হুমকি দেয় টাকা না দিলে ছেলে হত্যা করে ফেলবে। ঘটনার পরদিন ২১ আগষ্ট থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশ গতকাল ভোরে আউকপাড়া একটি জঙ্গলে ছেলে লাশ পান।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস.আই মনিরুজ্জামান মোল্লা জানান, গত রাতে গ্রেফতারের দুইজনের মধ্যে একজনের তথ্যের ভিত্তিতে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পালাতক সাগর মিয়ার বান্ধবীর কোন একটি ভিডিও নিহতের সাগরের কাছে ছিলো। সেই ঘটনার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। পরে খুনিরা নিজেদের আড়াল করতে অপহরণের নাটক সাজায়। তবে মুল আসামী সাগর মিয়া গ্রেফতার হলে হত্যার মুল রহস্য জানা যাবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রেমের জন্য এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। মুল আসাীকে গ্রেফতারের অভিযান চলছে।
আশুলিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন, গ্রেফতার-২
সেপ্টেম্বর ৪, ২০১৮ , ১৪:২২
আপনার মন্তব্য