
সাভার থেকে আবদুল কাইয়ুম
আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা রাজন ভুইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপ-প্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে যুবলীগ নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
যুবলীগ নেতা কর্মীরা জানান, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা রাজন ভুইয়ার বিরুদ্ধে অপ-প্রচারের মাধ্যমে প্রতিপক্ষ ঘায়েলের চেষ্টা করছে একটি মহল।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা রাজন ভুইয়া বলেন, গত কয়েক দিন আগে ইয়ারপুর ইউনিয়নের পিছনে হামিমের ৩নং গেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি ও মারামারির ঘটনা ঘটে।ঘটনা স্থলে আমি ছিলাম না। তার পরেও ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ হয়, পরে নিজেরা বসে বিষয়টি মিমাংসা করা হয়। মিমাংসার পরেও একটি মহল বিভিন্ন মাধ্যমে আমার নামে অপ-প্রচার করে আসছে।
আমার অনুরোধ সত্য উদঘাটন করে প্রচার করুন, মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যাবস্থা নিতে বাধ্য হবো।
আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, ইয়ারপুর ইউনিয়নের পিছনে হামিমের ৩নং গেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি ও মারামারির ঘটনা ঘটে পরে নিজেরা বসে বিষয়টি মিমাংসা করা হয়েছে।
আপনার মন্তব্য