সাভার প্রতিনিধি
গাজীপুরের চন্দ্রায় ডাকাতি করার জন্য আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধে এলাকায় বসে পরিকল্পনার সময় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব ২ এর একটি দল।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়।
বুধবার রাতে র্যাব-২ এর সিপিসি-১ এর অধিনায়ক মেজর আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, হেলাল হোসেন ওরফে এসি রানা, জাকির হোসেন বাবু, মোঃ সাইফুল ইসলাম, মামুন হোসেন ও জুয়েল।
তাদের তিনজনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায় ও বাকী দুইজনের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। বর্তমানে তারা আশুলিয়ার বাইপাইল, উত্তরা ও গুলিস্থান এলাকায় বসবাস করে আসছিল।
সিপিসি-১ এর অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে বসে তারা আগামী ৩১ জানুয়ারী গাজীপুরের চন্দ্রা এলাকায় ব্যাংক থেকে গার্মেন্টসের উত্তোলনের টাকা ডাকাতির চুড়ান্ত পরিকল্পনা করছিলো। ইতিমধ্যে চন্দ্রা এলাকার ডাকাতির পরিকল্পনা ও র্যাকি কাজ শেষ করেছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশী করে তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হেলাল হোসেন হচ্ছে তাদের দল নেতা। তার নেতৃত্বে ডাকাতি করা হতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রত্যেকের বিরুদ্ধে ৫ থেকে ৬টি করে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। কিছু কিছু মামলায় তাদের সাজাও হয়েছে। তাদের নিয়ে দলের বাকী সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত থাকবে।
আপনার মন্তব্য