
বালিকা-৪
বালিকা আজ ভালোবাসা দিবসে
তোমায় দেখার আশায় আছি বসে
একশ একটা নীল পদ্ম হাতে
দড়জাতে দাড়ালাম প্রভাতে।
তোমার হয়তো মনে হবে প্রলাপ!
সাথে এনেছি একশ একটা গোলাপ
বালিকা আমি প্রলাপ বকি নাকো
আমি চাই তুমি আমারই হয়ে থাকো।
তোমার জন্য বাদাম আর চকোলেট
কেন তুমি করছো বলো লেট?
গেলে তুমি ঘুরতে আমার সাথে
ঝালমুড়ি আর ফুসকা দেব হাতে।
তোমার জন্য আকুল আমার প্রান
ভাবিনা কিসে মান আর অপমান
তোমায় আমি অনেক ভালোবাসি
বুঝনা তবুও বার বার আমি আসি।
রচনা কাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯
আপনার মন্তব্য