স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধামারন এলাকায় ইভটিজিংয়ের অভিযোগে জনি শেখ (১৮) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা বারটায় উপজেলার বিঝারী এলাকায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করেন। আটক জনি শেখ একই উপজেলার জপসা ইউনিয়নের গৌড়াইল এলাকার বাসিন্দা সামছুল হক শেখের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিঝারী ইউনিয়নের ধামারন ত্রিপলী গ্রামে অবস্থিত ডাঃ কে.এ জলিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে জনি শেখের দ্বারা ইভটিজিংয়ের শিকার হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে পুলিশে সোর্পদ করে। পরে অভিযুক্ত জনিকে সহকারী কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত জনি শেখকে দন্ডবিধি (১৮৬০) এর ৫০৯ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, ইভটিজিংয়ের অপরাধে জনি শেখ নামে এক বখাটেকে ভ্রাম্যমান আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ইভটিজিংয়ের দায়ে বখাটেকে ৬ মাসের কারাদন্ড
মে ১৩, ২০১৮ , ২১:৪৬
আপনার মন্তব্য