ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার রাজাপুর থানার দুর্গাপুর গালুয়া গ্রামে ইয়াবা বিক্রি করতে রাজী না হওয়ায় সিদ্দিক হাওলাদার নামে এক দিনমজুরের মাথা ফাঁটিয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত সিদ্দিক হাওলাদার দুর্গাপুর গালুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় ঘটে।
আহত সিদ্দিক হাওলাদার জানান, দুর্গাপুর গালুয়ার চিহ্নিত সন্ত্রাসী এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সাইয়েদ খলিফার ছেলে রিয়াদ গভীর রাতে সেহরীর সময় সিদ্দিককে মোবাইলে ডেকে নির্জন স্থানে নেয় এবং ইয়াবা বিক্রিতে বাধ্য করতে চাইলে দিনমজুর সিদ্দিক রাজী না হওয়ায় উপর হামলা এবং তার সাথে থাকা মুঠোফোনটিও ছিনিয়ে নেয়। তাকে পার্শ্ববর্তী খালের তীরে ফেলে দিয়ে পালিয়ে যায় রিয়াদ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ব্যাপারে ওসি শামসুল আরেফিন বলেন অপরাধীকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না।
আপনার মন্তব্য