স্টাফ রিপোর্টার
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শরীয়তপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর বিভেদ-বৈষম্য ভুলে খুশিতে মেতেছেন শরীয়তপুরের ধর্মপ্রাণ মুসলমানরা।
শরীয়তপুর পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাঁয়ে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। সকাল ৭টা থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ঈদ গাঁ ময়দানে আসতে শুরু করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শরীয়তপুরবাসীকে আলাদা আলাদা ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের এবং শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল। মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন।
ঈদ উপলক্ষে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। উৎসবের আমেজ দিতে শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
পবিত্র এ দিনটি উপলক্ষ্যে জেলা কারাগারসহ সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিশুসদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র এবং মাতৃসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
আপনার মন্তব্য