
কক্সবাজার থেকে মোঃ ওসমান গনি ইলি
“উন্নত জাতি গড়তে শিক্ষার মান উন্নয়ন অপরিহার্য” এ কথাটি বলেছেন পরিস্কার জামান ডায়মন্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কাসেম সিকদার। তিনি শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে কক্সবাজারের সদর উপজেলায় লাইট হাউজ বর্ণমালা স্কুলের শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন কালে এ কথা বলেন।
তিনি আরও বলেন “আমরা স্বাধীনতার উত্তর প্রজন্মের ছাত্র-ছাত্রীরা নতুন বইয়ের ঘ্রাণ পাইনি। ছেরা ফাটা পুরাতন বই ছিলো আমাদের ভরসাস্থল। কিন্তু আজকের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। জেলার প্রত্যেকাট বিদ্যালয়ে বই উৎসব পালন হচ্ছে। নতুন বছরের আনন্দের সাথে সাথে শিক্ষাথর্থীরা নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে”।
লাইট হাউজ বর্ণমালা স্কুলের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম শফি।
এ সময় অন্যান্যদের মধ্যে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম এবং প্রাত্তন শিক্ষক মোঃ আবু তাহের সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য