
আশা,
হৃদয় আমার স্বপ্নে বিভোর
শুধু তোমাকে ঘিরে,
ভেবে আকুল থাকি আমি
প্রেমের ছোট্ট নীড়ে।
অবুঝ হৃদয় বোঝে না
ব্যাকুল মনের ভাষা,
তোমায় নিয়ে গড়বো ভূবন
এটাই মনের আশা।
উম্মে জহুরা মমি’র কবিতা
ফেব্রুয়ারি ১৯, ২০১৯ , ২৩:০৩আশা,
হৃদয় আমার স্বপ্নে বিভোর
শুধু তোমাকে ঘিরে,
ভেবে আকুল থাকি আমি
প্রেমের ছোট্ট নীড়ে।
অবুঝ হৃদয় বোঝে না
ব্যাকুল মনের ভাষা,
তোমায় নিয়ে গড়বো ভূবন
এটাই মনের আশা।
সারাদেশ |
জনদুর্ভোগ |
কৃষি |
স্বাস্থ্য |
লাইফ |
![]() |
||||
Copyright © songlap71.com. Developed by : Quad Technology |
আপনার মন্তব্য