
একুশের ভোর
বসন্তের কোকিল যখন গেয়ে উঠে গান,
পলাশ, শিমুলের রঙে তখন ভরে ওঠে প্রাণ।
প্রকৃতির নানা রূপে যখন ছেয়ে যায় বাগান
ঠিক তখুনি মনে পড়ে একুশেরই দান।
একুশ আমার গর্ব, একুশ আমার প্রেরণা
একুশ আমার স্বপ্ন, একুশ আমার বাসনা।
একুশ দিয়েছে ভাষা, দিয়েছে অধিকার,
একুশ শিখিয়েছে মধুর বুলিতে “মা” বলে ডাকার।
মা হারালো এই একুশে তার বুকেরই ধন,
সালাম, বরকত, রফিক, জব্বার আরো কত জন।
একুশের ভোরে যখন কানে ভেসে আসে সেই গান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
বুক ফেটে যায়, চোখে বয় লোনা জল অঝোরে,
কি করে দেব এই রক্তের দান?
ফুল নিয়ে ছুটি তখন শহীদ মিনারে।
আপনার মন্তব্য