সৈয়দ মীর নজরুল ইসলাম
একুশ আমার রাষ্ট্র ভাষা
স্বীকৃতিরই প্রথম দাবিদার ;
একুশ আমার বোলে ঠাসা
ঋদ্ধ ধ্বনির উন্মুক্তদ্বার।
একুশ আমার ভাইয়ের লাশে-লাশে
রক্তাক্ত ফেব্রুয়ারী মাস;
একুশ আমার নির্মমতার ত্রাসে
রক্তে-ভাসা করুণ ইতিহাস।
একুশ আমার মায়ের মুখ
বাকরুদ্ধ ছেলে-হারা শোকে!
একুশ আমার বাবার বুক
শোকার্ত বিলাপ কে দ্যাখে?
একুশ আমার বলতে পারার
মা-ডাকারই প্রভুর সেরাদান;
একুশ আমার রক্তমাখা হা-হা-কার
স্বাধীনতার-সিঁড়িদ্বারে ভাইয়ের আত্মদান।
সৈয়দ মীর নজরুল ইসলাম হচ্ছেন একজন
সব্যসাচী লেখক, কবি ও অভিনেতা।
আপনার মন্তব্য