স্টাফ রিপোর্টার
কিছু দিন আগে সৌদি আরবের নারীরা গাড়ি চালাবেন তা চিন্তাও করা যেত না। অবশেষে দীর্ঘদিনের প্রথা ভেঙে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। আর এবার দেশটির নারীদের বিমান চালানোর অনুমতিও দেয়া হলো।
সম্প্রতি পাঁচ নারী পাইলটকে বিমান চালানোর লাইসেন্স দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা (জিএসিএ)।
২৮ আগস্ট, মঙ্গলবার সৌদি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের (জিএসিএ) তরফ থেকে জানানো হয়, ওই পাঁচ নারীকে বিমান চালানোর লাইসেন্স প্রদান করা হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি অারবের বিমান সংস্থায় বিপুল সংখ্যাক নারী কর্মকর্তা যোগ দিয়েছেন। সেই নারীরা কারিগরি সেবা প্রদান করবেন।
এদিকে চলতি বছরের ৪ জুন, সৌদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় ১০ নারীকে। মূলত অন্য দেশের ড্রাইভিং লাইসেন্সের বদলে সৌদি লাইসেন্স পান তারা।
২০১৭ সালের সেপ্টেম্বরে দেশটির বাদশা সালমান বিন আবদুল আজিজের স্বাক্ষর করা এক ফরমানে বলা হয়, ইসলামি নিয়মনীতি মেনে গাড়ি চালানোর অনুমতি পান নারীরা।
আপনার মন্তব্য