
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপুর ঐকান্তিক প্রচেষ্টায় পালং জাজিরার ৯ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে : বেড়া চিকন্দী হাই স্কুল, কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি হাই স্কুল, আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজ, তুলাতলা হাই স্কুল, আবু তালেব মাস্টার হাই স্কুল, কাজিয়ার চর ছামির উদ্দিন হাই স্কুল, চোকদার মেমোরিয়াল একাডেমী, সেনেরচর মোজাম্মল হক উচ্চ বিদ্যালয় এবং বিলাসপুর কুদ্দুস বেপারি উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য : ২৩ অক্টোবর বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ৭শ ৩০টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেন। তাদের মধ্যে পালং জাজিরার ৯ শিক্ষা প্রতিষ্ঠান সহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪শ ৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯শ ৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ ৫৬টি, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান দাখিল ৩শ ৫৭টি, আলিম ১শ ২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি, কারিগরি কৃষি ৬২টি, ভোকেশনাল ১শ ৭৫টি এবং এইচএসসি (বিএম) ২শ ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
আপনার মন্তব্য