
কক্সবাজার থেকে মুহাম্মদ ওসমান গনি ইলি
কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের এবিসি ঘোনা এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বলে নিশ্চিত করেছে পুলিশ।
৯ জানুয়ারি বুধবার সকালে কক্সবাজার সদর উপজেলার উত্তরণ গৃহায়ণ এলাকা থেকে জাহাঙ্গীরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এবিসি ঘোনার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে নিহত জাহাঙ্গীর আলম দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল। গত ৮ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে কিছু অপরিচিত লোকজন তাকে এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটা এলাকায় তুলে নিয়ে যায়।রাতে সে আর বাসায় আসেনি। আজ সকালে জাহাঙ্গীরের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তখন স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার সংলাপ ৭১. কমকে বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশে কিছু দেশীয় অস্ত্র ও ইয়াবা পড়েছিল। মাদক ব্যবসায়ীদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য