
কক্সবাজার থেকে ওসমান গনি ইলি
কক্সবাজারের সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে থেকে ৫ জন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাদেরকে আটক করা হয়।
ছিনতাইকারীরা হচ্ছে বনি আক্তার, মোহাম্মদ মামুন, ইতি আক্তার, মোহাম্মদ নাছির এবং মাহমুদা। তাদের বাড়ি ঢাকার মিরপুরের বিভিন্ন এলাকায়।
কলাতলীর সুগন্ধা পয়েন্টে ঝিনুক মার্কেটে এক পর্যটকের ভ্যানিটি ব্যাগ চুরি করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
তাদের সাথে আলাপ কালে জানা যায়, তারা পর্যটক সেজে কক্সবাজারের কলাতলী এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে উঠেছেন।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আশরাফ জয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আশরাফ জয় এর সাথে আলাপ কালে তিনি বলেন, মাঝে মধ্যে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এখন থেকে এলাকার প্রশাসনিক ব্যবস্থা আরো জোরদার করা হবে।
আপনার মন্তব্য