
ফিরব না আর আমি
জানি তুমি ভুলে গেছো
আরও ভুলেই যাও,
স্মৃতি করে রেখে মনে
কি তুমি সুখ পাও ?
সুখের সন্ধানে তুমি
এসেছিলে ছুটে,
বিধাতার কি বিচার
সব ভরসা গেল টুটে।
চোখে চোখ রেখে বলেছিলাম
করো না অবহেলা কভু,
আগুনেই পোড়ায়ে আমায়
কি সুখ পেলে তবু ?
ভালো থেকো সুখে থেকো
ফিরব না আর আমি,
তুমি জানো, আমি জানি,
জানে অন্তর্যামী।
রচনা কাল : ২৩ ফেব্রুয়ারী ২০১৯
আপনার মন্তব্য