
স্টাফ রিপোর্টার
করোনায় আক্রান্ত হওয়ার সন্দেহে শরীয়তপুরের নরিয়া উপজেলার কানারগাঁও গ্রামের সুশান্ত কর্মকার নামে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে তাকে ভর্তি করা হয়। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার পোদ্দার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নরিয়া উপজেলার কানারগাঁও গ্রামের পয়ত্রিশ বছর বয়স্ক সুশান্ত কর্মকার নামে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে স্বাভাবিক চিকিৎসা দেয়া হয়েছে। আগামীকাল তার নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরণ করা হবে।
এদিকে সুশান্ত কর্মকার করোনায় আক্রান্ত হওয়ার সন্দেহে প্রশাসন তার পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।
আপনার মন্তব্য