
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে সকালে আটকতদের বাড়িতে ছুটে যান জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সেখানে তাদের স্বজনদের সঙ্গে নিজেও কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুই ট্রাক পুলিশ গিয়ে তাদের আটক করেছে বলে অভিযোগ করেছেন ড. রেজা কিবরিয়া। এ ঘটনায় ঐক্যফ্রন্ট সমর্থিত নেতা-কর্মীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আটকরা হলেন- উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহ আলম, যুবদল নেতা রুহেল আহমেদ, করগাঁও ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মো. আল আমিন। আটকদের বিষয়ে ড. রেজা বলেন, পুলিশ আমার নির্বাচনী এলাকায় আতঙ্ক ছড়িয়ে নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করছে।
বৃহস্পতিবার রাতে দুই ট্রাক ভর্তি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এ নিয়ে জনগণ আওয়ামী লীগের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আটক যুবদল নেতা রুহেল আহমেদের শিশু কন্যার কান্না ও ইউপি সদস্য আলমের মায়ের কান্না দেখে নিজের আবেগ সংবরণ করতে পারেননি ড. রেজা।
আপনার মন্তব্য