
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে আল-আমিন খাঁ (৩৫) নামে এক রিকশাচালকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া অপর আসামি মানিক সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।
যাবজ্জীবন দ-প্রাপ্ত আল-আমিন খাঁ ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি গ্রামের নুর হক খাঁর ছেলে। খালাসপ্রাপ্ত মানিক সরদার একই গ্রামের মজিদ সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ভয়রা গজারিয়া এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে। পরের দিন ৭ জানুয়ারি ওই কিশোরী বাদী হয়ে আল আমিন খাঁ (৩৫) ও মানিক সরদারকে (৩২) আসামি করে ডামুড্যা থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ।
তবে আসামি পক্ষের আইনজীবী এনামুল হক এনাম বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।
আপনার মন্তব্য