কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩টি ককটেলসহ জামায়াত-বিএনপির ৫৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতভর জেলাব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কন্ট্রোলরুম থেকে বিষয়টি জানানো হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান জানান, অভিযানে দৌলতপুর থানায় ৬ জন, কুমারখালীতে ১১ জন, মিরপুর ১২ জন, কুষ্টিয়া মডেল থানায় ৭ জন, ইবি থানায় ১৪ জন, ভেড়ামারায় ৪ জন এবং খোকসায় থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়।
কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির ৫৬ নেতাকর্মী আটক
সেপ্টেম্বর ৩, ২০১৮ , ০২:৩২
আপনার মন্তব্য