কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে স্বামীর পরকীয়ার বলি হলো গৃহবধু রিতা খাতুন (৩০)। শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
২১ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিতা খাতুন এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে রিতার স্বামী বাচ্চু মিয়া পরকীয়া করে আসছিল। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই থাকত। রিতা প্রতিবাদ করলে তার স্বামী প্রায়ই তাকে নির্যাতন করতেন। ২০ জানুয়ারি শনিবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেয়া হয়।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
আপনার মন্তব্য