
স্টাফ রিপোর্টার
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে অসহায় কৃষকের পাকা ধান কেঁটে ঘরে তুলে দিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া এবং সাধারণ সম্পাদক হোসেন সরদার।
এই কর্মসূচীটি ছিল মূলত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস এবং সাধারণ সম্পাদক মাইনুল খাঁন নিখিলের।
সেই কর্মসূচী বাস্তবায়নের জন্য শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া এবং সাধারণ সম্পাদক হোসেন সরদারকে নির্দেশ দেন।

সেই নির্দেশের প্রেক্ষিতে ১৩ মে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ধান কেঁটে কৃষকের ঘরে পৌছে দেন তারা। আর এই সেবামূলক কাজে যারা অংশ নিয়েছেন তারা হলেন শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম. জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর সহ শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের পরীক্ষিত কর্মীরা।
এ প্রসঙ্গে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, শরীয়তপুর সদর উপজেলার অসহায় কৃষকদের পাকা ধান রক্ষার্থে আওয়ামী যুবলীগের ধান কাঁটা কর্মসূচী অব্যাহত থাকবে। এ কাজে আওয়ামী যুবলীগের পরীক্ষিত কর্মীরা প্রত্যেকটি কৃষককে সহযোগিতা করবে। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য