
খুলনা সংবাদদাতা
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় দ্রুতগামী বাসের ধাক্কায় শমসের আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।
বুধবার (২০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলীর বাড়ি উপজেলার কোমলপুর গ্রামে।
ডুমরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের বরাত দিয়ে জানান, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে দুপুরের দিকে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সাতক্ষীরা- জ ১১-০০৫২) তাকে চাপা দিয়ে পার্শ্ববর্তী বিলে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা ১৯ যাত্রী আহত হয়।
আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ডুমুরিযা হাসপাতালে ভর্তি করে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
আপনার মন্তব্য