
মাস্টার গিয়াস উদ্দিন খান
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গোসাইরহাট থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। সেই উপলক্ষে গোসাইরহাট থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলী আহম্মদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার। এ সময় গোাইরহাট থানার সেকেন্ড অফিসার মোঃ তোতা মিয়া, এস আই আব্দুস সালাম, এস আই মোঃ রাকিব, এস আই মোঃ আলাউদ্দিন, এস আই মিতুন জয়, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজামান মৃধা, সাধারণ সম্পাদক বাবলু মৃধা এবং আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল সরদার উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য