
গোসাইরহাট প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় করোনা প্রতিরোধে জীবানুনাশক কার্যক্রম শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় ২৮ মার্চ শনিবার সকালে গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে করোনা প্রতিরোধে জীবানুনাশক কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুসাইন।
এ সময় স্যাভলন, ব্লিচিং পাইডার ও হ্যান্ড র্যাবের মিশ্রণে প্রায় ৩ হাজার লিটার জীবানু নাশক তৈরী করে গোসাইরহাটের প্রধান প্রধান সড়ক, মাছবাজার, কাঁচা বাজার, বিভিন্ন মুদি দোকান এবং ফার্মেসীর সামনে স্প্রে ছিটানো হয়।
জীবানুনাশক কার্যক্রমের উদ্যোক্তা ও গোসাইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন বাবলু বলেন, দেশ আজ যে মহামারির মধ্যে আছে সেখানে যুব সমাজের সচেতনতামূলক কাজ করা উচিত বলে মনে করে ৩০জন স্বেচ্ছাসেবী, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা শরীয়তপুর-৩ আসনের মাননীয় সাংসদ নাহিম রাজ্জাকের কথায় অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থপনায় কাজটা শুরু করলাম। এখানে সমাজের বিত্তবান ব্যাক্তি ও বাজারের বড় ব্যবসায়ীগণ সামিল হলে আমাদের কাজগুলো আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি।
গোসাইরহাট উপজেলা এসিআই গ্রুপ কেয়ারের এসপিও জিল্লুর রহমান সাগর বলেন, এসিআই গ্রুপ এই কার্যক্রমের টেকনিক্যাল সার্পোট দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন গোসাইরহাট উপজেলার সকল নাগরিকদের করোনা ভাইরাস হতে সচেতন থাকার আহবান জানান।
আপনার মন্তব্য