
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সাংবাদিকতার নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই সাংবাদিককে হাতে নাতে আটক করেছে পুলিশ।
১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগেরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সাংবাদিকরা হলেন সিএনএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি মঞ্জুর ইসলাম রনি এবং দৈনিক প্রভাতী খবর পত্রিকার জেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম।মঞ্জুর ইসলাম রনির বাড়ি শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এবং শেখ নজরুল ইসলামের বাড়ি কোটাপাড়া এলাকায়।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, চাঁদাবাজির টাকাসহ হাতে নাতে আটকের পর স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। তারা গোসাইরহাট এলাকায় দীর্ঘদিন যাবৎ নাম সর্বস্ব মিডিয়ার পরিচয় দিয়ে জনগন এবং ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তারা নাগেরপাড়া বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ব্যবসায়ীকে অবৈধ পলিথিন ব্যবসার অপরাধে জেল জরিমানা ও তা মিডিয়ায় প্রচার করার হুমকি দেয়। এ সময় চাঁদার টাকাসহ ওই দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে কোর্টে চালান করা হবে।
আপনার মন্তব্য