স্টাফ রিপোর্টার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে।
২৯ আগস্ট বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন। তার তিন মাস আগে অন্তর্বর্তীকালীন সরকার হতে হয়’।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মুহিত বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনের আগে বয়সসীমায় কোনো পরিবর্তন আসবে না’।
সরকারি চাকরিতে প্রবেশের জন্য বয়সসীমা বাড়িয়ে সরকার ৩২ বছর করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের মধ্যেই অর্থমন্ত্রীর এই মন্তব্য পাওয়া গেল।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর এবং অবসরের বয়সকাল ৫৯ বছর।
চলতি বছরের জুনে একটি সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ এবং অবসরের বয়সকাল ৬৫ বছর করার সুপারিশ করেছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এক বৈঠকে এই সুপারিশ করেছিল। পরে সংসদ সচিবালয় এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি বয়সসীমা বাড়াতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলনের মাঝে ওই সুপারিশ এসেছিল। কিন্তু জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৬ জুন সংসদকে জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই।
আপনার মন্তব্য