
কক্সবাজার থেকে মোহাম্মদ ওসমান গনি ইলি
ছুটিতে এসেও বাঁচতে পারলাম না, মিথ্যা মামলা জড়ালো আমাকে। এ কথা গুলো বলছিলেন সৌদি প্রবাসী তৌহিদুল ইসলাম শাহিন। তিনি বলেন, দীর্ঘ দিন সৌদি আরব ছিলাম। ছুটিতে ছয় মাসের জন্য দেশে এসেও বাঁচতে পারলাম না। আওয়ামীলীগ সরকার আমার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গায়েবী মামলা দিয়েছে।
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন যাতে বিএনপি’র নেতা কর্মীরা এলাকায় না থাকে সেজন্য আওয়ামীলীগ, ছাত্রলীগের বাহিনীরা হুমকি-ধামকি দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পাঁচ জন নেতাকর্মীকে আটক করেছে। তাদের বাড়ি ঘর তল্লাশি করেছে। এ সময় বাড়িতে থাকা স্ত্রী-সন্তানদের অকথ্য ভাষা গালিগালাজ করে হুমকি দিয়েছে। পাশাপাশি ধানের শীষের পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন জালালাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসী তৌহিদুল ইসলাম শাহিন।
এ ব্যাপারে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেন, বিএনপি’র গণজোয়ার দেখে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। তাই বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনী আসার আগ পর্যন্ত আওয়ামী লীগ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে নেতাকর্মীদের অন্যায় ভাবে নির্যাতন অফিস ভাংচুর করছে। ৩০ তারিখের নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই অন্যায় অত্যাচারের জবাব দেয়া হবে।
আপনার মন্তব্য