স্টাফ রিপোর্টার
জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী ৬ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৫ নভেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে সমাবেশের অনুমতি নিতে যান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন, আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম আজাদ ও বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখা কর্মকর্তা শায়রুল কবির খাঁন।
জনসভার অনুমতি পেয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ডিএমপি কমিশনার আগামীকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা করতে আমাদের অনুমতি দিয়েছেন।’
আপনার মন্তব্য