জাজিরা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্তচর এলাকায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ কচি ব্যক্তিগত ভাবে ১শ টি দরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর একটি প্রত্যন্ত এলাকা। চারদিক নদীবেষ্টিত হওয়ায় এই এলাকার মানুষ অত্যন্ত ঝুঁকির মধ্যে বসবাস করে। বর্ষা মৌসুমে কর্মহীন থাকায় দরিদ্র চরাঞ্চলবাসীকে মানবেতর জীবনযাপন করতে হয়। এজন্য জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে প্রত্যন্ত চরে বাড়িতে বাড়িতে গিয়ে ব্যক্তিগত ভাবে স্থানীয় ১শ টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, খেজুর, ডাল, তেল, চিনি, চিড়া ও সেমাই বিতরণ করেন। এ সময় জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, কুন্ডেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিক, স্থানীয় ইউপি সদস্য কামাল মল্লিক উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণের বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ কচি বলেন, আমার দায়িত্ববোধ থেকে আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। সমাজে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা যদি নিজ নিজ এলাকার দরিদ্র মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে দরিদ্র পরিবার গুলোর প্রতি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব পালন সহজ হবে।
জাজিরার প্রত্যন্ত চরের দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী দিলেন ইউএনও
মে ২৭, ২০১৮ , ২৩:৪৫
আপনার মন্তব্য