স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরায় এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদককে খুঁজছে পুলিশ। এরই মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম মাদবর ওরফে মিঠুনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এ ঘটনায় জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে গৃহবধূর বাবা ছাড়া ওই পরিবারের আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গৃহবধূর বাবা এ বিষয়ে তেমন কিছুই জানেন না বলে জানান সাংবাদিকদের। এ ঘটনায় গৃহবধূর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৬ সালে জাজিরা উপজেলার জয়নগর খোড়াতলা গ্রামের আবদুল মান্নান মাদবরের ছেলে স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাদবর ওরফে মিঠুনের সঙ্গে একই উপজেলার এক কলেজ পড়ুয়া ছাত্রীর পরিচয় হয়। এরই সূত্রধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে মিঠুনের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। আর সেই শারীরিক সম্পর্কের ভিডিও ও ছবি ধারণ করে রাখে মিঠুন। কিছুদিন পর অন্য ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন ১৫ ফেব্রুয়ারি ফেসবুকে ওই নারীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাদবর ওরফে মিঠুনকে খুঁজছে পুলিশ।
জাজিরার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খুঁজছে পুলিশ !
মার্চ ৮, ২০১৮ , ০০:৪৮
আপনার মন্তব্য