
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সীকান্দি ও শাকিম আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষেও ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভোলাই মুন্সীকান্দি গ্রামের মন্টু বেপারী ও শাকিম আলি মাদবর কান্দি গ্রামের এমদাদ মাদবরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় দু’পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বাকী পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মন্টু ব্যাপারী বলেন, “এমদাদ মাদবরের হুকুমে লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা বাড়িতে ভাংচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়”।
অন্যদিকে মাদবরকান্দি গ্রামের মাস্টার আব্দুল করিম মিয়া বলেন, “আমাদের লোকজন সকালে কাজ করছিলেন। হঠাৎ মন্টু বেপারী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালান। তারা ককটেল বিস্ফোরণ ঘটালে আমাদের ১৪জন গুরুতর আহত হয়”।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বেলায়েত হোসেন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পাঁচজনকে আটক করেছি”।
আপনার মন্তব্য