
স্টাফ রিপোর্টার
জাজিরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক আবদুল হক কবিরাজ।
২৬ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের (নাম প্রকাশে অনিচ্ছুক) এক দায়িত্বশীল কর্মকর্তা আবদুল হক কবিরাজের মনোনয়ন পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সেই মোতাবেক ৩০ ডিসেম্বর বুধবার সকালে অধ্যাপক আবদুল হক কবিরাজ নির্বাচনী ফরম জমা দিবেন বলে একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।
এদিকে জাজিরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক আবদুল হক কবিরাজ মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু।
অপরদিকে অধ্যাপক আবদুল হক কবিরাজ জাজিরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পাওয়ায় আনন্দে ভাসছে জাজিরা পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা।
আপনার মন্তব্য