ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মাদ্রাসার শিক্ষার্থীদের জুতা ধুঁয়ে পানি খাওয়ানোর অপরাধে মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামানকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ।
আটকের বিষয়টি অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন। আটককৃত মনিরুজ্জামান শহরের বিকনা এলাকার মৃত. আনোয়ার হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারী বিকনা দ্বীনিয়া মহিবুল্লাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাছিরুল্লাহ (৬) সহ অন্যান্যদের অংক শিক্ষক মনিরুজ্জামান ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে বলে তখন অনেকে লিখতে পারলেও নাছিরুল্লাহসহ কতিপয় শিক্ষার্থী না পারায় যারা পেরেছে তাদের জুতা ও পা ধোঁয়া পানি উক্ত অংক শিক্ষক মনিরুজ্জামান পান করালে তাৎক্ষনিক নাছিরুল্লাহ অসুস্থ হয়ে পরে। অসুস্থ নাছিরুল্লাহকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আবু হানিফ জানান, শিক্ষক মনিরুজ্জামানকে আটক দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। শিশু নাছিরুল্লাহকে ৩১ জানুয়ারী আদালতে জবানবন্ধী গ্রহণের জন্য প্রেরন করা হবে।
আপনার মন্তব্য