এইচ.এম বাদল
“শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলাদেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যেগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনিুষ্ঠত হয়েছে।
১ মে মঙ্গলবার সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালি পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ’র আহবায়ক মোবারক হোসেন মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক আবু সাইদ খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্ধ।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকরা ভালো থাকলে সরকারও ভাল থাকবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবী পূরনের জন্য মালিক পক্ষের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। এ সময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ.এম বাদল ও সাধারণ সম্পাদক এস.এম রাজ্জাক পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ খলিফা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পমন্ত্রী’র বাসভবন এর সামনে এসে শেষ হয়।
আপনার মন্তব্য