টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শরীফ (৪৫)।
শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে লিবিয়া প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন (২৫) এর ঘরে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তখন এলাকাবাসী প্রেমিক যুগলকে সারারাত আটকে রাখেন। পরের দিন শনিবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইদুর রহমান শরীফ। সে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার সংসারে তিন স্ত্রী ও তিন কন্যা রয়েছে। শরীফ দির্ঘদিন ধরে প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী এক সন্তানের জননী মাহমুদা খাতুনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেন।
তাদের এ অবৈধ সম্পর্ক এবং অবাধ মেলামেশার বিষয়টি এলাকাবাসীর নজরে আসলেও শরীফ প্রভাবশালী হওয়ায় তাকে কিছু বলতে সাহস পায়নি। এরই ধারাবাহিকতায় চলতে থাকে তাদের পরকীয়া। শুক্রবার রাত দেড়টার দিকে শরীফ মাহমুদার ঘরে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় দু’জনকে ধরে এলাকাবাসী। আর এ ঘটনা শুনে শনিবার সকালে শত শত মানুষ দেখতে আসে। এ ঘটনায় প্রবাসী মাহফুজ তার স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। পরে এলাকাবাসী তাদের দুজনকেই পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নুরুল ইসলাম জানান, প্রেমিক যুগলকে আটকের পর সকালে গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে পুলিশে সোপর্দ করেছি।
ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে শরীফ এবং মাহমুদাকে এলাকাবাসী আটক করে পুলিশকে জানায়। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য