স্টাফ রিপোর্টার
টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ নভেম্বর, মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান বলে ইউএনবির খবরে জানানো হয়েছে।
ওবায়দুল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও অন্যরা নিজ পদে বহাল থাকবেন।
বর্তমান সরকারের টেকনোক্র্যাট মন্ত্রীদের মধ্যে রয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
ওবায়দুল কাদের আরও জানান, আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের যে সংলাপ চলছে, তা ৭ নভেম্বর রাতে শেষ হবে। সংলাপের ফল নিয়ে ৮ নভেম্বর গণভবনে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৈঠক সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, টেকনোক্র্যাট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সেগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যাবে এবং সেখান থেকে আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরে মন্ত্রিপরিষদ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
আপনার মন্তব্য