
আশুলিয়া থেকে আব্দুল কাইয়ুম,
আশুলিয়ায় রড বোঝাই ট্রাকের সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতরা হলেন-পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।
ভোর ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে ডাবল টু ডিউটি করে থানার দিকে ফেরার পথে ঘোষবাগ এলাকায় পৌছালে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিনসহ আহত হন ৪ জন। পরে তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই জসিম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এবং বাকী আহত ৩ জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এএসআই জসিম উদ্দিন মাদারীপুর জেলার ব্রাম্মনদ্দি এলাকার মোকছেদ চাপরাশীর ছেলে। সে গত ২০১৭ সালের জুন মাসের ১৩ তারিখে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।
আপনার মন্তব্য