
মিতালী সিকদার,
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আরো ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা সবাই সিড্যা ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে ডামুড্যায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। শরীয়তপুর জেলার ৬টি উপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা মোট ৬০জন। অথাৎ এর তিন ভাগেরও বেশী রোগী ডামুড্যাতেই। তারপরও লকডাউন মানছে না উপজেলার কেউই। লকডাউন শিথিলের সুযোগে হাটে বাজারে সব জায়গাতেই চোখে পড়ছে জনগনের ভীড়। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব।
আজ ডামুড্যায় আক্রান্ত ৬ জন ব্যাক্তির প্রত্যেকেই ঢাকা থেকে আগত এবং তারা ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের বাসিন্দা। প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা। তিনি বলেন, ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের সাতটি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে ডামুড্যা উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা একুশ (২১) জন।
উলেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের নারী করোনায় আক্রান্ত হন। পরে ধানকাটি ইউনিয়ন, কনেশ্বর ইউনিয়ন, দারুল আমান ইউনিয়নে এবং সবশেষ সিড্যা ইউনিয়নে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়।
এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এই এলাকার আশপাশের বাড়ি গুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।
আপনার মন্তব্য